প্রকাশিত: Mon, Jan 22, 2024 7:46 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:49 PM

[১]ভুল চিকিৎসায় দুই কিডনি নষ্ট [২]এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ল্যাব এইডকে হাইকোর্টের রুল

আদালত প্রতিবেদক: [৩] ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুইটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় ভুক্তভোগীকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ভুল চিকিৎসার ঘটনা দুই মাসের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

[৪] এর আগে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন, কনসালটেন্ট, ইউরোলজিক্যাল সার্জন কর্তৃক আবেদনকারীকে ভুল চিকিৎসার কারণে ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ক্ষতিগ্রস্ত রোগী হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলকে চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তার ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুইটি কিডনিই বিকল হয়ে যায়। 

[৫] রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া। সম্পাদনা: সালেহ্ বিপ্লব